বেঙ্গালুরুকে থামিয়ে কোয়ালিফায়ারে রাজস্থান

3

স্পোর্টস ডেস্ক

ছিটকে পড়াই যখন অবশ্যম্ভাবী মনে হচ্ছিল, তখনই ফিনিক্স পাখির মতো জেগে ওঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম আট ম্যাচে একটি ম্যাচ জেতা দলটি পরে টানা ছয় ম্যাচ জিতে নাটকীয়ভাবে নিশ্চিত করে প্লে-অফ। কিন্তু তাদের রূপকথা থেমে গেল এলিমিনেটরেই। যার ফলে আরও দীর্ঘ হলো দলটির প্রথম শিরোপার অপেক্ষা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারিয়ে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছে রাজস্থান রয়্যালস। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৭২ রান করে বেঙ্গালুরু। যা এক ওভার হাতে রেখেই পাড়ি দেয় রাজস্থান।
দ্বিতীয় কোয়ালিফায়ারে চেন্নাইয়ে আজ ২৪ মে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে রাজস্থান।