বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে বিপ্লব তীর্থযাত্রা

7

বীরকন্যা প্রীতলতা ট্রাস্টের উদ্যোগে ঐতিহাসিক আনোয়ারা গহিরা যুদ্ধ দিবস স্মরণে ১৮ মে ‘ইতিহাসের প্রয়োজনে আগামী প্রজন্মের জন্য এই আয়োজন’ শ্লোগানে বিপ্লব তীর্থযাত্রা আনোয়ারার গহিরায় শহীদ পূর্ণচন্দ্র তালুকদারের বাড়িতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরকন্যা প্রীতলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্ত্তী। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা খাঁয়ের আহম্মদ, প্রীতিলতা ট্রাস্টের ট্রাস্টি মো. আলী, প্রবোধ রায় চন্দন, কৃষ্ণা চক্রবর্ত্তী, কাজল নন্দী, আজীবন সদস্য জয়নাল আবেদীন, শিপ্রা দে, শহীদ পূর্ণচন্দ্র তালুকদারের নাতি অপু তালুকদার, অনাথ তালুকদার, শিক্ষক ইমরান হোসেন, সমাজসেবক দুদু মিয়া, বিপ্লবী দলের সদস্য জয় দে, দুর্জয় চক্রবর্ত্তী, শেবাক মজুমদার, সৈকত দাশ, প্রান্ত দে প্রমুখ। বক্তারা ঐতিহাসিক বিপ্লবী তারেকেশ্বর দস্তিদার ও বিপ্লবী কল্পনা দত্ত স্মৃতি বিজড়িত শহীদ পুর্ণচন্দ্র তালুকদার সহ অন্যান্য বিপ্লবীদের স্মৃতি রক্ষার স্মরণে ঐতিহাসিক ওই স্থানে স্মৃতি মিনার নির্মাণের দাবি জানান। বাংলার বিপ্লব ইতিহাসের শিখরের সন্ধানে বিপ্লবী দলের তরুন সদস্যরা আনোয়ারার গহিরার বিপ্লবীদের স্মৃতিধন্য স্থানসমূহ পরিভ্রমণ করেন। বিজ্ঞপ্তি