বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

4

চট্টগ্রাম বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বৈশাখী পুর্ণিমা (বুদ্ধ পূর্ণিমা) উদযাপন করছে বৌদ্ধ ধর্মালম্বীরা। গৌতম বুদ্ধের জন্মতিথি, বুদ্ধত্ব লাভ ও পরিনির্বাণ লাভ উপলক্ষে শুক্রবার সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হয়। ২৫৬৮ শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগ্রাবাদস্থ বৃহত্তর বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারের র‌্যালিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফ্রিপোর্ট হিলচাদি গাং বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত সাধনা জ্যোতি মহাথের।
অত্র বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত বিজয়ানন্দ মহাথের, ভদন্ত প্রজ্ঞা দর্শন ভিক্ষু, কীর্তি পাল ভিক্ষুসহ প্রমুখ প্রাজ্ঞ ভিক্ষু সংঘ আর অত্র বিহারের সুযোগ্য সভাপতি বাবু ইঞ্জিনিয়ার হেম চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক বঙ্গরত্ন চাকমা, সাধারণ সম্পাদক বাবু সুস্বপন চাকমা, সহ-সভাপতি বেনজিন চাকমা, সহ-সভাপতি মহেন্দ্র চাকমা, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রিকন চাকমা, সহ-সভাপতি ডা: মেটুস চাকমা, সহ-সভাপতি মিসেস নলিজা চাকমা, সাধারণ সম্পাদক ইজ্ঞিনিয়ার জ্ঞানমিত্র চাকমা প্রিয়দর্শী, অর্থ সম্পাদক সুভাগ্য চাকমা, সহ অর্থ সম্পাদক জ্ঞান প্রদীপ চাকমা, সিয়ং বিষয়ক সম্পাদক সমর কান্তি চাকমা, পূজা বিষয়ক সম্পাদক গীতা রানী চাকমা, রাজধন চাকমা, সহ পূজা বিষয়ক সম্পাদক জগত তারা চাকমা, হেলেন চাকমা, ভাষা ও ধর্মীয় শিক্ষা বিষয়ক সম্পাদক সম্পদ চাকমা, ইঞ্জিনিয়ার প্রিয়জ্যোতি চাকমা, সুদীপ চাকমা, সুবর্না (ইতিনামা), মিতা চাকমা, তীর্থমা চাকমা, মিনিকা দেওয়ান, পারমিতা চাকমা, একি চাকমা, অনিমা চাকমা, নমিতা চাকমা, প্রণয় বড়ুয়া, নিউটন বড়ুয়া, শিপ্লব বড়ুয়া, সুজন চাকমা, রিটেন চাকমা, বাবু ভারত কুমার চাকমাসহ অগনিত দায়ক-দায়িকাবৃন্দের উপস্থিতিতে উৎসব মুখর সমাহরে বুদ্ধপূর্ণিমাটি পালন করা হচ্ছে। বিহারাধ্যক্ষ ভদন্ত বিজয়ানন্দ মহাথের বলেন, বুদ্ধের শিক্ষা মেনে চলে লোভ, হিংসা, অজ্ঞানতা ত্যাগ করে জ্ঞান বুদ্ধি কৌশল নিয়ে জীবনযাপন করতে পারলে ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ ও জাতি উন্নতি হবে। তাই সকল প্রাণীর হিতসুখ মঙ্গল কামনায় বুদ্ধের বাণী মেনে চলার আহবান জানান তিনি। বিজ্ঞপ্তি