বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া

3

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া ফুটবল দল। গতকাল দুপুর সোয়া বারোটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সফরকারীরা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে অস্ট্রেলিয়া দল চলে যায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে। আজ দলটির অনুশীলন এবং আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুখোমুখি হবে সকারুরা। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে মেলবোর্নে বাংলাদেশ ৭ গোল হজম করেছিল।
অস্ট্রেলিয়া ‘আই’ গ্রুপে চার ম্যাচে সবকটি জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে বাংলাদেশের এক পয়েন্ট। শুধু লেবাননের বিপক্ষে ড্র করেছে। ৬ জুনের ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের অনুশীলন চলছে। ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ২৪তম অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের চেয়ে ১৬০ ধাপ পিছিয়ে থাকা জামাল ভূঁইয়ার দল ১৮৪তম স্থানে আছেন।