বিশ্বকাপ খেলতে ভিসা পেলেন না লামিচানে

3

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নেপালের ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডে অবশ্য নেই সন্দীপ লামিচানে। তবে তখন ধর্ষণকান্ডে অভিযুক্ত হয়ে মামলা লড়ছিলেন তিনি। কিন্তু কিছুদিন আগেই তাকে মামলা থেকে খালাস করেন হাইকোর্ট। তাই নেপালের হয়ে তার বিশ্বকাপ খেলার সম্ভাবনাও বেড়ে যায়। সেজন্য যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনও করেন এই লেগ স্পিনার। কিন্তু তাকে ভিসা দেয়নি নেপালে অবস্থিত যুক্তরাষ্ট্র অ্যাম্বাসি। ১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। নেপাল দল ঘোষণা করে ফেললেও কোনো কারণ সেই দলে বদল আনতে পারবে আগামী ২৫ মে পর্যন্ত। তাই লামিচানের সুযোগ এখনো আছে বিশ্বকাপ দলে ঢোকার। তবে ভিসা না হওয়ার কারণে অনিশ্চয়তার মুখে পড়েছেন লামিচানে।