বিশ্বকাপের আগে সিংহাসন হারালেন সাকিব

4

স্পোর্টস ডেস্ক

গত ১৫মে আইসিসি প্রকাশিত টি-টুয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সাকিবের সিংহাসনে ভাগ বসান ভানিডু হাসারাঙ্গা। বিশ্বকাপের তিনদিন আগে হালনাগাদে শ্রীলঙ্কান অলরাউন্ডারের কাছে শীর্ষস্থানই হারালেন টাইগার অলরাউন্ডার।
জিম্বাবুয়ে সিরিজের পর তিন রেটিং পয়েন্ট কমেছিল সাকিবের। ২২৮ রেটিং নিয়ে তার সাথে শীর্ষে উঠে আসেন হাসারাঙ্গা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ব্যাট-বল কোনটাতেই আলো ছড়াতে পারেননি সাকিব। র‌্যাঙ্কিংয়ে সেটির প্রভাব পড়েছে। টাইগার অলরাউন্ডার পাঁচ রেটিং পয়েন্ট কমায় শীর্ষ হারিয়েছেন। ২২৩ রেটিং নিয়ে নেমে গেছেন দুইয়ে। ২২৮ রেটিং নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের আসন দখলে নিয়েছেন হাসারাঙ্গা। মোহাম্মদ নবী তৃতীয় স্থানে আছেন। আফগান তারকার ঝুলিতে ২১৮ রেটিং পয়েন্ট। ২১০ পয়েন্ট নিয়ে চারে আছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। সাউথ আফ্রিকার এইডেন মার্করামকে পেছনে ফেলে পাঁচে এসেছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। ২০৪ রেটিং পয়েন্ট তার। ১৯৩ রেটিং পয়েন্ট নিয়ে ছয়ে মার্করাম। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শ্রেষ্ঠত্ব হারানোর পাশাপাশি ব্যাটিং-বোলিং দুটো বিভাগেই অবনতি হয়েছে সাকিবের। তাতে ব্যাটিংয়ে তিনধাপ অবনতি হয়েছে সাকিবের। ৪০৮ রেটিং পয়েন্ট নিয়ে নেমে গেছেন ৮২ নম্বরে। সেখানে কাতারের মুহাম্মদ তানভীর আহমেদের সঙ্গে অবস্থান করছেন যৌথভাবে। বোলিংয়ে সাকিব নেমে গেছেন একধাপ। ৫৪৯ পয়েন্ট নিয়ে আছেন ৩১ নম্বরে।