বিল্স’র যুব ও নারী ট্রেড ইউনিয়ন টিমের অভিজ্ঞতা বিনিময়

1

বাংলাদেশ ইনস্টিটিউটঅব লেবার স্টাডিজ-বিল্স-এর উদ্যোগেবিল্স-ডিজিবিøবিডবিøউ প্রকল্প কার্যক্রমের অংশ হিসাবে সংশ্লিষ্ট ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতা-কর্মী তথা বিল্স কোর টিম সদস্যদের অংশগ্রহনে ২টি পৃথক অভিজ্ঞতা বিনিময় সভা সম্প্রতি সমাপ্ত হয়েছে। নগরীর সেন্টমার্টিন হোটেলে অনুষ্ঠিত উক্ত সভাসমূহে বিল্স-সহযোগি বিভিন্ন ট্রেড ইউনিয়ন ফেডারেশনের মোট ৮০ জন নারী ও যুব প্রতিনিধি অংশগ্রহন করেন। সভায় বলা হয় বিল্স, জার্মাণ-ভিত্তিক ডিজিবিøবিডবিøউ-এর সহযোগিতায় চট্টগ্রামে শোভন কাজ ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করণকল্পে ট্রেড ইউনিয়নে নারী ও যুব নেতৃত্বের ইতিবাচক ভূমিকা বৃদ্ধিকরণ-শীর্ষক ২০২২-২০২৪ মেয়াদের যৌথ কার্যক্রম বাস্তবায়ন করছে। চট্টগ্রামের ৭টি শ্রম সেক্টর যথাক্রমে তৈরি পোশাক শিল্প, নির্মাণ, হেলথ ডায়াগনস্টিক, হোটেল রেস্টুরেন্ট, বিউটি পার্লার, এ্যালুমিনিয়াম ও হালকা পরিবহনের কর্মরত শ্রমজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে, সেক্টরসমূহে শ্রমআইন স্বীকৃত অধিকার নিশ্চিতকরণে ও অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার সংরক্ষণে ট্রেড ইউনিয়নসমূহের একক কর্মকান্ডের পাশাপাশি ব্যক্তি, সংগঠন, ঐক্যবদ্ধ শ্রমিক প্লাটফর্ম তথা নেটওয়ার্কের ভূমিকা বৃদ্ধিকল্পে পরিচালিত বহুমাত্রিক কার্যক্রমে টিম সদস্যদের বিগত কার্যক্রমের অভিজ্ঞতা শেয়ার করতে সভাসমূহ অনুষ্ঠিত হয়। পাশাপাশি, বিল্সযুব ও নারী ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের কাজের অগ্রগতি ও এ সভাসমূহে পর্যালোচনা করা হয়। সভাসমূহে বিভিন্নপর্বে উপস্থিত ছিলেন বিল্স-এলআরএসসি পরিচালনাক মিটির চেয়ারম্যান ও বিভাগীয় শ্রমিক দলের সভাপতি শ্রমিক নেতা এ এম নাজিম উদ্দিন, বিল্স-এলআরএসসি পরিচালনা কমিটির সদস্য ও জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি প্রবীন শ্রমিক নেতা তপন দত্ত, বিল্স-এর সিনিয়র কর্মকর্তা রিজওয়ানুর রহমান খান, বিল্স-এর নির্বাহী সদস্য রবিউল হক শিমূল, স্থানীয় ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ যথাক্রমে শ ম জামাল উদ্দিন, কাজী আনোয়ারুল হক, মো. নুরুল আবছার, ইফতেখার কামাল খান, জাহেদ উদ্দিন শাহীন, এডভোকেট মো. ইকবাল হোসেন প্রমূখ । বিল্স-এলআরএসসি-র পক্ষে সিনিয়র কর্মকর্তা পাহাড়ী ভট্টাচার্য সভা দুটি সঞ্চালনা করেন। বিজ্ঞপ্তি