বিয়ের পোশাকও নিয়ন্ত্রণ করছে উত্তর কোরিয়া!

1

বিয়ের পোশাক থেকে শুরু করে গালিগালাজ-সব কিছুর ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করছে উত্তর কোরিয়া। মূলত নিজ দেশের সংস্কৃতিতে বিদেশি-বিশেষ করে দক্ষিণ কোরিয়ার প্রভাব ঠেকাতেই এমন পদক্ষেপ নিচ্ছে পিয়ংইয়াং। এ নিয়ে এক প্রতিবেদন প্রখাম করেছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ। শুক্রবার (২৯ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যাওয়া শত শত মানুষের সাক্ষ্যের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে দাবি করেছে সিউল। এর মধ্যে রয়েছে ২২ বছর বয়সী এক যুবক। দক্ষিণ কোরিয়ার ৭০টি গান শোনায় এবং ৩ টি চলচ্চিত্র দেখা ও শেয়ার করায় তাকে মৃত্যুদন্ড দেওয়া হয়।