বিমানবন্দর সড়ক দুই পাশের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

2

নিজস্ব প্রতিবেদক

নগরীর বিমানবন্দর জননেত্রী শেখ হাসিনা সড়কের ভিআইপি অংশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অভিযানে ফুটপাত ও রাস্তার দুই পাশের অবৈধ ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং বাটার ফ্লাই পার্কের সম্মুখে প্রায় দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
গতকাল রবিবার দুপুরে সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমের সার্বিক তত্ত্বাবধানে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন চসিকের নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। উচ্ছেদ অভিযানের পর সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এলাকাটি পরিদর্শন করেন উদ্ধারকৃত এলাকায় বেষ্টনী তৈরির নির্দেশ দেন।