বিপ্লব ও মুক্তির অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার

5

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, মাষ্টার দ্যা সুর্যসেনের প্রধান সহযোদ্ধা, দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গকারী বিপ্লবী প্রীতিলতা ওয়েদ্দাদারের ১১৩ তম জন্মবার্ষিকী স্মরণ আলোচসা সভা গত ৬ মে সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন বিপ্লবী তারেকশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সিঞ্চন ভৌমিক। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে আলোচনায় অংশ নেন একুশে মেলার সংগঠক শওকত আলী সেলিম, ব্যাংকার চন্দন কুমার চৌধুরী, নাট্যজন বিক্রম চৌধুরী, মাষ্টার অজিত কুমার শীল, প্রধান শিক্ষক বিজয় শংকর চৌধুরী, সাবেক কেন্দ্রীয় য্বুলীগনেতা শহীদুল ইসলাম পিন্টু, সঙ্গীতশিল্পী সঙ্গীতা চৌধুরী, অচিন্ত্য কুমার দাশ, অধ্যাপিকা জান্নাতুর নুর তানিয়া, চন্দন চক্রবর্তীতবলা প্রশিক্ষক কানু রাম দে, রাজনীতিক স্বপন সেন, সংস্কৃতিকর্মী নিলয় দে, রাজীব ধর, সবুজ চৌধুরী রকি, মো. আলী আজম, মোঃ জাফর।
সভায় বক্তারা বলেন বিপ্লব ও মুক্তির অগ্নিকন্যা প্রীতিলতা। জীবন বাজি রেখে প্রিয় মাতৃভূমিকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ বিপ্লবী প্রীতিলতা। কাউকে তো জীবন দিয়ে শুরু করতে হবে। দেশের লোকেরা জানে মেয়েরা দুর্বল, ঘরেই তাদের ভালো মানায়। কিন্তু এই সংস্কার ভেঙে দেবার সময় এসেছে। আজ দেশের সামনে প্রমাণ করতে হবে আত্মোৎসর্গের ক্ষেত্রেও দিদি-বোনেরা দাদা-ভাইদের থেকে পিছিয়ে নেই। আমার বিশ্বাস আমার মৃত্যুতে বহুদিনের সংস্কার ভেঙে যাবে। বিজ্ঞপ্তি