বিএসএল আন্তঃকলেজ-বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি সভা

13

শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর ব্যবস্থাপনায় ও চকবাজার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জি.এম তাওসীফের উদ্যোগে চট্টলবীর এবিএম মহিউদ্দীন চৌধুরী স্মরণে বিএসএল আন্তঃ কলেজ-বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে নগরীর বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে এক প্রস্তুতি সভা শনিবার (২৫ মে) অনুষ্ঠিত হয়। ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহব্বায়ক নাঈম উদ্দীন নয়নের সভাপতিত্বে ও সদস্য সচিব আহসান উল্লাহ খান সাকিবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চকবাজার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জি.এম তাওসীফ। এসময় আরো উপস্থিত ছিলেন সানজিদুল হক রাব্বী, ইয়াছিন আরাফাত, পেয়ার মোহাম্মদ, আবিদ ফৌরদৌস, মো. ইসমাঈল, মো. হাসিব, মো. সুমন, সাফায়েত হোসেন, জাহেদ, তকি, জীবন চৌধুরী, সামি, আসিফ, শাহিন, কলিম, মিনহাজ, মো. ইউসুফ, মো. বেলাল প্রমুখ। এছাড়াও নগরীর বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে জি.এম তাওসীফ বলেন, ‘মাদক বাল্যবিবাহ যৌতুক রুখবোই, স্মার্ট বাংলাদেশ গড়বোই’ এই
স্লোগানকে সামনে রেখে তরুণ শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এই উদ্যোগ।