বার্বাডোজে আটকা বিশ্বজয়ী ভারত

3

স্পোর্টস ডেস্ক

প্রথমবার ফাইনাল খেলা সাউথ আফ্রিকাকে কাঁদিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ট্রফি নিয়ে দেশে ফেরার পালা রোহিত-কোহলিদের। কিন্তু পূর্ব আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বেরিল ‘অত্যন্ত বিপজ্জনক’ রূপ ধারণ করেছে। দক্ষিণ-পূর্ব ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে। তাতে বার্বাডোজে আটকে গেছে ভারতীয় দল। নেয়া হচ্ছে বিকল্প ব্যবস্থা।
টুর্নামেন্টের প্রাথমিক সূচি অনুযায়ী, সোমবার ব্রিজটাউন থেকে নিউইয়র্ক, সেখান থেকে বাণিজ্যিক বিমানে দলের মুম্বাই ফিরে আসার কথা ছিল। আপাতত সে পরিকল্পনা কার্যকর হচ্ছে না।
জটিল পরিস্থিতির কারণে এ মুহূর্তে গোটা দলকে চার্টার্ড বিমানে দেশে ফিরিয়ে আনা যায় কিনা, সেটি নিয়ে ভাবনা শুরু করেছে বিসিসিআই। ঠিক কবে বিশ্বচ্যাম্পিয়নরা রওনা হবে, সেটি এখনও জানানো হয়নি।
ভারতীয় দলে ক্রিকেটার, কোচিং স্টাফ, পরিবারের সদস্য এবং বোর্ডকর্ণা মিলিয়ে প্রায় ৭০ জন রয়েছেন।
১২৫ কোটি রুপি বোনাস পাচ্ছেন রোহিতরা
১৭ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ১২৫ কোটি রুপি বোনাস পাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। এমনটাই জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।
দীর্ঘ ১১ বছর আইসিসির কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো ভারত। এর আগে বেশ কয়েকবার কাছে গিয়েও শিরোপার ছোঁয়া পায়নি তারা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে সেই দুঃখ ঘোচায় রোহিত শর্মার দল।
বিশ্বকাপের সেরা একাদশে ভারতের ৬, আফ্রিকার নেই
সদ্য শেষ হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের পারফর্মারদের নিয়ে সেরাদের সেরা একাদশ সাজিয়েছে আইসিসি। জায়গা পেয়েছেন বিশ্বজয়ীদের ৬ তারকা, একাদশে নেই রানার্সআপ সাউথ আফ্রিকার কেউ।
চার দেশের ক্রিকেটার আইসিসির সেরা একাদশে জায়গা পেয়েছেন। আধিপত্য ধরে রেখেছে চ্যাম্পিয়ন ভারত। একাদশে আফগানিস্তানের ৩ ক্রিকেটার এবং একজন করে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের পারফর্মার জায়গা করে নিয়েছেন। দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন ১৫ উইকেট নেয়া সাউথ আফ্রিকার এনরিখ নর্টজে।
আইসিসির সেরা একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), রাহমানুল­াহ গুরবাজ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, সূর্যকুমার যাদব, মার্কাস স্টয়নিস, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রশিদ খান, জাসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং ও ফজলহক ফারুকী।