বায়েজিদ বোস্তামি (র.) দরগাহ জামে মসজিদ সম্প্রসারণকাজ পরিদর্শনে মনজুর আলম

5

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনজুর আলম নিজ অর্থায়নে হযরত সুলতান বায়েজিদ বোস্তামি (র.) দরগাহ জামে মসজিদ সংস্কার, সম্প্রসারণ ও সৌন্দর্য্যবর্ধন কার্যক্রম পরিচালনা করছেন। ২৮ জুলাই সকালে মসজিদের ২য় তলার ৬ হাজার বর্গফুট ছাদ ঢালাই ও নিচ তলা সংস্কার কাজ সরেজমিনে পরিদর্শন করেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। পরিদর্শন শেষে তিনি নির্মাণ শ্রমিক, মাজারের ভক্ত আশেকান এবং গরীব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বলেন, গরীব ও খেটে খাওয়া মানুষ যখনি বিপদে আপদে পতিত হয় তখন আমরা তাদের পাশে থাকি। দেশে বিরাজমান অস্বভাবিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী গরীব ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে আহবান করেছেন। আমরা তাঁর আহবানের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গরীব দুঃখীদের পাশে আছি।
মনজুর আলম বলেন, আমরা মানবসেবায় নিয়োজিত। আমাদের কারণে গরীব দুঃখী মানুষ উপকৃত হলে তাতে আমরা খুশি। খাদ্য সামগ্রী বিতরণ ও মসজিদের ছাদ ঢালাই পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে হযরত সুলতান জায়েজিদ বোস্তামি (র.) দরগাহ পরিচালনা কমিটির সেক্রেটারী মোহাম্মদ হাবিবুর রহমানসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি