বাবরের রেকর্ড ভাঙলেন রোহিত

1

অধিনায়ক হিসেবে ৪৯তম জয় পেয়েছেন রোহিত শর্মা। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এত বেশি ম্যাচ জয়ের রেকর্ড নেই আর কোনো অধিনায়কের।
এর আগে এই রেকর্ডটি নিজের কাছে রেখেছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। অধিনায়ক হিসেবে ৪৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জয়ের রেকর্ড আছে তার। বৃহস্পতিবার রাতে দারুণ একটি মাইলফলক ছুঁয়েছেন রোহিত। পঞ্চম ভারতীয় অধিনায়ক হিসেবে ৫ হাজার রান করার রেকর্ড করেছেন তিনি। ৫৭ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন রোহিত।
এতে তিন ফরম্যাট মিলিয়ে রোহিতের রান হয়েছে ৫ হাজার ৩৩। ভারতীয় অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান বিরাট কোহলির। তারকা এই ক্রিকেট দলের নেতৃত্বে থাকাকালীন তিন ফরম্যাটে করেছেন ১২ হাজার ৮৮৩ রান। পরের অবস্থান মহেন্দ্র সিং ধোনির। তার রান ১১ হাজার ২০৭।
তৃতীয় স্থানে মো. আজহারউদ্দিন। ভারতীয় দলের জার্সিতে ৮ হাজার ৯৫ রান করেছেন তিনি। চতুর্থ স্থানে সৌরভ গাঙ্গুলি। তার ব্যাট থেকে এসেছে ৭ হাজার ৬৪৩ রান।