বাইতুল জান্নাত একতা সংঘ চ্যাম্পিয়ন

3

আলোর ঠিকানা ক্লাব আয়োজিত শেখ রাসেল দিবা-রাত্রি ফুটসাল ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ ফাইনাল খেলা গত ২৮ এপ্রিল মাদারবাড়ী বালুর মাঠ প্রাঙ্গণে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ফাইনালে বায়াতুল জান্নাত একাদশ ৩-২ টাইব্রেকারে পোস্তারপাড় একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য অহিদ সিরাজ চৌধুরী স্বপন, ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলহাজ আলী বক্স, ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, আলোসিড়ি উপদেষ্টা মো. শওকত হোসেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সালাউদ্দিন জাহেদ, সদস্য সচিব মারুফুল ইসলাম মারুফ, সমন্বয়কারী আবদুল হান্নান রাজিব, সদস্য রিফাত প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দিন বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নাই। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট যুবক হতে হবে। তিনি সমৃদ্ধ যুবসমাজ গঠনে এ ধরনের টুর্নামেন্ট আরও বেশি করে আয়োজনের উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ নগদ ৫০ হাজার টাকা, রানার্স আপ দলকে ট্রফিসহ নগদ ৩০ হাজার টাকা, টুর্নামেন্ট সেরা খেলোয়াড় মো. তুষার, সেরা গোলদাতা জুয়েল, সেরা গোলকিপার এছাক, ফাইনালের ম্যান অফ দ্যা ম্যাচ বাইতুল জান্নাতের আনিস, সুশৃঙ্খল দল, তৃতীয় স্থান এবং নিয়মিত ১০ জন দর্শকের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। খেলা পরিচালনা করেন ফিফা রেফারী জি এম হাসান নয়ন ও বিটুরাজ বড়ুয়া। বিজ্ঞপ্তি