বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট আজ শুরু

3

স্পোর্টস ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পথ ধরে সরকার পতনের পর দেশের ক্রীড়াঙ্গনে আসতে চলেছে আমূল পরিবর্তন। বদলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ। তবে ক্রিকেট দলে সেটির প্রভাব পড়েনি। অধিনায়কের আসনেই আছেন নাজমুল হোসেন শান্ত।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেরদিন সংবাদ সম্মেলনে অধিনায়কের কাছে জানতে চাওয়া হয় দেশের কঠিন সময়ে ক্রিকেটারদের পরিস্থিতি নিয়ে।
শান্ত বলেন. ‘শেষের কয়েকদিন খুব কঠিন সময় গিয়েছে আমাদের সবার। খুবই দুঃখজনক, সবাই খুবই স্ট্রাগল করেছে, যেটা আমরা কেউই আশা করি না। যেটা হয়ে গেছে ওটা নিয়ে পড়ে থাকার কোনো অবস্থান নেই, সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
‘যে পরিস্থিতি ছিল প্রত্যেকটা পরিবারের জন্য কঠিন ছিল, প্রত্যেকটা মানুষের জন্য কঠিন ছিল। আশা করছি সামনে যে দিনগুলো আসবে, ভালোভাবে কাটাতে পারব। আমরা খেলোয়াড় হিসেবে চাই খেলাগুলো ঠিকমতো হোক। যেন সুস্থভাবে খেলায় অংশ নিতে পারি। এটাই আশা করছি।’
আজ বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় টেস্টের লড়াইয়ে নামবে বাংলাদেশ-পাকিস্তান। দুই ম্যাচের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টি-টুয়েন্টি বিশ্বকাপের পর এটি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
পাকিস্তান দল ম্যাচ শুরুর দুদিন আগেই ঘোষণা করেছে একাদশ। চার পেসার রেখেছে। দেশটির বিপক্ষে বাংলাদেশের টেস্টের রেকর্ড খুব ভালো নয়। ১৩ টেস্টে মাত্র একটিতে ড্র, ১২টিতে হার। পাকিস্তানের মাটিতে কোনো ফরম্যাটেই জয় নেই বাংলাদেশের।
পেছনের পরিসংখ্যানে না তাকিয়ে সামনে তাকাতে চান শান্ত। বললেন, ‘অতীতে কী হয়েছে সেটি নিয়ে আমরা ভাবছি না। ভালো খেললে অবশ্যই ফলাফলে (রেকর্ড) পরিবর্তন আনা যায়। ম্যাচে টস গুরুত্বপূর্ণ, তবে তা নিয়ে পড়ে থাকারও সুযোগ নেই। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই লড়তে আমরা প্রস্তুত।’
তিন ফরম্যাটেই বাংলাদেশের দুশ্চিন্তার নাম ব্যাটিং। বেশ কয়েকটি সিরিজ ধরে ২২ গজে সুবিধা করতে পারছেন না ব্যাটাররা। শান্ত জানালেন, ব্যাটিংয়ে উন্নতির দিকে চোখ রাখছে পুরো দল।