বাংলাদেশ ও ভারতের শিল্পীদের শিল্পকর্মের মেগা ইভেন্ট কলকাতায়  

98

পূর্বদেশ অনলাইন
বাংলাদেশ ও ভারতের শতাধিক নবীন প্রবীণ চিত্রশিল্পী ও ভাস্করদের শিল্পকর্ম নিয়ে বাংলাদেশ আর্টিস্ট গ্রুপ ও শান্তিনিকেতন কলা ভবন প্রাক্তনীর যৌথ আয়োজনে একাডেমি অফ ফাইন আর্টস কলকাতায় শুরু হচ্ছে ৬ দিনব্যাপী ‘ভারত বাংলাদেশ আর্ট ফেস্ট কলকাতা ২০২৪’ শীর্ষক মেগা ইভেন্ট আর্ট শো। এ দিন ৭ জুলাই রোববার বিকাল পাঁচটায় আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করবেন ভারত ও বাংলাদেশের সম্মানিত বিশিষ্টজনেরা। এ প্রদর্শনীতে বাংলাদেশের স্বনামধন্য একুশে পদক প্রাপ্ত শিল্পী হামিদুজ্জামান খান, প্রফেসর রোকেয়া সুলতানা, শিল্পী কে এম এ কাইয়ুম ভারতের স্বনামধন্য চিত্রশিল্পী যোগেন চৌধুরী, শিল্পী গণেশ হালুই, শিল্পী ফাল্গুনী মুখার্জি, স্বনামধন্য ভাস্কর জনক ঝঙ্কার নার্জারিসহকারে এক ঝাঁক নবীন প্রবীণ শিল্পীদের অংশগ্রহণে উজ্জীবিত হবে বাংলাদেশ ও বন্ধুপ্রতিম দেশ ভারতের শিল্পীদের মাঝে সম্প্রীতি ও ভাতৃত্বের মেলবন্ধন। বাংলাদেশ আর্টিস্ট গ্রুপের উদ্যোগে এ ধরনের গ্লোবাল ফ্রেন্ডশিপ আর্ট ফেস্টিভ্যাল বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটানে, একাধিক বার অনুষ্ঠিত হয়েছে। আগামীতেও মেলবন্ধন ও যোগাযোগের সেতুবন্ধনে শিল্পকর্মকে পাথেয় করে বিশ্বব্যাপী শিল্পীদের এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষাকে তরান্বিত করতে সহায়ক ভূমিকা পালন করবে এ উদ্যোগ। এবারের এই মেগা ইভেন্টে চট্টগ্রাম থেকে অংশগ্রহণ করছেন শিল্পী কে এম এ কাইয়ুম, নাসিমা মাসুদ রুবি, প্রফেসর সুফিয়া বেগম, প্রফেসর প্রণব মিত্র চৌধুরী, প্রফেসর জাহেদ আলী চৌধুরী যুবরাজ, প্রফেসর উত্তম কুমার বড়ুয়া, প্রফেসর মোহাম্মদ আতিকুল ইসলাম, শিল্পী মওদুদুল আলম, সাইফুল ইসলাম, সুকান্ত চৌধুরী, মোহাম্মদ সালাউদ্দিন বাবর, মোহাম্মদ আবদুল মাবুদ, মিখাইল মোহাম্মদ রফিক, সংগীতা চৌধুরী, পলাশ চন্দ্র সরকারসহ প্রমুখ শিল্পীবৃন্দ।