বাংলাদেশের পাকিস্তান সফরে স্পিন কোচ মুশতাক

7

বাংলাদেশের কোচিং প্যানেলে আবারও যুক্ত হচ্ছেন মুশতাক আহমেদ। তবে পাকিস্তানের কিংবদন্তি সাবেক লেগ স্পিনারকে পাওয়া যাবে কেবল একটি সিরিজে। আগস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিব-মিরাজদের স্পিন আক্রমণের ধার বাড়াবেন তিনি। টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব বেশ ভালোভাবে সামলেছেন মুশতাক। সাবেক লেগ স্পিনারের সঙ্গে দুই বছরের চুক্তিতে যেতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলে কাজ করার ব্যাপারে আগেই কথা দিয়ে ফেলেন তিনি।
বুধবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস দেন সুখবর। বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘পাকিস্তান সিরিজে মুশতাক আহমেদ অ্যাভেইলেবল।’ আগামী ১৭ আগস্ট দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। ৩০ আগস্ট থেকে করাচিতে দ্বিতীয় টেস্ট খেলবে দুদল। ম্যাচ দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।