বাঁশখালীর চেচুরিয়ায় পাহাড়ি জনপদে নির্মিত হচ্ছে ব্রিজ

17

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ এক যুগ পর বাঁশখালী উপজেলার বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া খোদুল্ল্যা পাড়া পাহাড়ি জনপদে ব্রিজ নির্মাণ হচ্ছে। চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান সিআইপির সহযোগিতায় নির্মিতব্য এ নির্মাণ কাজের উদ্বোধন হয় গতকাল বৃহস্পতিবার।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এ পাহাড়ি অঞ্চলের জনগণের দুর্ভোগ যেন দেখার কেউ ছিলো না। এ দুর্ভোগের কথা বিবেচনা করে বাঁশখালীর বর্তমান সংসদ সদস্য মুজিবুর রহমান সিআইপির সহযোগিতায় ৩০ লাখ টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ কাজটি গতকাল উদ্বোধন করায় ওই এলাকার সর্বস্তরের মানুষ আনন্দিত।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিকুর রহমান (শফিক), মো. আখতার মিয়া, মাস্টার শ্যামল, মেম্বার আব্দুল আলীম, আখতার সওদাগর, শহীদুল ইসলাম সিকদার, শাখাওয়াত হোসেন, আব্দুল সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ উদ্যোগের জন্য সংসদ সদস্য মুজিবুর রহমান সিআইপিকে ধন্যবাদ জানান স্থানীয়রা।