বাঁশখালীতে ছয়টি দোকান পুড়ে ছাই

1

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালীর শেখেরখীলে আগুনে পুড়ে ছাই হয়েছে ছয়টি দোকান। গত সোমবার (২৭ মে) দিবাগত রাত ৩টার দিকে শেখেরখীল সরকার বাজার আশরাফ আলী মার্কেটে এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন বাঁশখালী ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- নুরুল কবির (চায়ের দোকান), ইসমাইল (মুদির দোকান), নুর হোসেন (হোমিওপ্যাথিকের দোকান), ফজল কাদের (মুদির দোকান), মহিউদ্দিন (ওষুধের ফার্মেসি) ও একটি সেলুন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে হঠাৎ বাজারের ইসমাইলের মুদির দোকানে আগুন দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ন বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা। তাদের আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগে বাজারের ছয়টি দোকানের মালামাল পুড়ে যায়।
বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা নুরুল বাশার জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। ওই মার্কেটের ৬টি দোকান পুড়ে গেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।