বর্ণমালার হাট’র নজরুল জয়ন্তী

4

গত ২৪ মে, শুক্রবার বর্ণমালার হাট’র উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫তম জন্মজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক কর আইনজীবী প্রণব কুমার নাথের সঞ্চালনায় এক আলোচনা সভা ও আবৃত্তি সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কর আইনজীবী সঞ্জয় আচার্য্য। সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাধারে কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক হিসেবে অন্যায় অবিচারের বিরুদ্ধে সদা সোচ্চার ছিলেন। বিশ্ব মানবতার সাম্য প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। বর্তমান অপসংস্কৃতি রোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় নজরুল সাহিত্য চর্চার গুরুত্ব অপরিহার্য। প্রধান অতিথি কর আইনজীবী সুমন বৈদ্য তার বক্তৃতায়, বীর প্রসবিনী চট্টগ্রামে সরকারিভাবে নজরুল সাহিত্য একাডেমি প্রতিষ্ঠাসহ জাতীয় কবির জন্মদিন জাতীয়ভাবে পালনের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
কবির জীবন ও সৃষ্টি নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিজয় ভট্টাচার্য্য, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক কর আইনজীবী রিংকু দত্ত, করআইনজীবী মোঃ ফারুক, কর আইনজীবী ছায়েদুল হক মজুমদার, দপ্তর সম্পাদক কর আইনজীবী বসন্ত আশীষ সুমন দাশ প্রমুখ।
আবৃত্তি করেন বীরেশ্বর আচার্য্য অভ্র, আয়ুস্মান বৈদ্য, মোঃ তানজিবুল হক আজিম, আফ্রিদা ফারুক আরিশা, অর্ণব দত্ত।