বন্যার্তদের জন্য ফেনীতে নৌবাহিনীর ‘ফিল্ড হসপিটাল’

5

বন্যা উপদ্রুত ফেনী জেলার ফুলগাজী উপজেলায় একটি অস্থায়ী ‘ফিল্ড হসপিটাল’ স্থাপন করেছে নৌবাহিনী। বন্যার্তদের স্বাস্থ্যসেবা ও বন্যা পরবর্তী রোগের প্রার্দুভাব মোকাবেলায় হাসপাতালটি স্থাপন করা হয়েছে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। ত্রিশ শয্যার এ হাসপাতালে কার্ডিওলজি, সার্জিক্যাল, এনেস্থেশিয়া, অর্থোপেডিক, শিশু ও মেডিসিন বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল টিম রাখা হয়েছে।
চিকিৎসকেরা প্রতিদিন ইনডোর ও আউটডোরে দুর্গতদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ হাসপাতালে ইতোমধ্যে ছোট আকারে এমনকি জটিল কিছু অস্ত্রোপচারও করা হয়েছে।
সেবা নিতে আসা রোগীদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধের পাশাপাশি খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেয়া হচ্ছে। এছাড়াও ফেনীর বন্যা উপদ্রুত বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ হাসপাতালের মাধ্যমে নৌবাহিনীর একাধিক টিম স্থানীয়দের চিকিৎসা দিয়ে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি