বন্যার্তদের জন্য গাউসিয়া কমিটির তহবিল গঠন

2

দেশের ১২টি জেলা ভয়াবহ বন্যার কবলে। ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা, মিরসরাই, ফটিকছড়ি, খাগড়াছড়ি, সিলেট সহ অন্যান্য জেলায় গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্তৃক ৫০ মানবিক টিম উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে বলে কেন্দ্রীয় পরিষদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। দুর্গতদের ত্রাণ বিতরণসহ পুনর্বাসন কার্যক্রমের জন্য সংগঠনটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, যুগ্ম মহাসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার ও কেন্দ্রীয় অর্থসচিব কমরুদ্দিন সবুরের তত্ত্বাবধানে একটি তহবিল গঠন করা হয়েছে। চট্টগ্রাম নগরীর বাকলিয়াস্থ রাজাখালী ব্রিজ সংলগ্ন কে আর এস কনভেনশন হলে দেশের বিত্তবান সামর্থবান মানুষের প্রদত্ত ত্রাণসহ আর্থিক সহযোগিতা গ্রহণ করা হচ্ছে। এ জন্য ইউনিয়ন ব্যাংক লিমিটেড- এ গাউসিয়া কমিটি বাংলাদেশ নামে একটি একাউন্ট খোলা হয়েছে। একাউন্ট নং-০৪৬১২১০০০০৫৪৪, বিকাশ- ০১৬৭৮-০৬২৫০১, ০১৮৩৩-০১৪০৩০। গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার গাউসিয়া কমিটির মানবিক কার্যক্রমে সহযোগিতা করার জন্য দেশের বিত্তবান ও সামর্থবানদের আহবান জানান। বিজ্ঞপ্তি