বন্যাদুর্গত শিশুদের পাশে নওশাবা

3

দেশের কয়েকটি জেলা ভয়াবহ বন্যার পানিতে ভেসেছে। তবে এখন পানি খানিকটা কমে এসেছে। এখন শুরু হয়েছে নানা ধরনের রোগব্যাধি। বিশেষ করে শিশুরা রয়েছে ঝুঁকিতে। বন্যাকবলিত এলাকার শিশুদের মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে টুগেদার উই ক্যান এবং উৎসর্গ ফাউন্ডেশন বন্ধু হয়ে পাশে থাকছে। এই ফাউন্ডেশনের ফ্রন্ট লাইনে আছেন অভিনেত্রী নওশাবা আহমেদ। তিনি এই প্রচেষ্টায় সবাইকে যোগ দিতে আহবান জানিয়ে বলেছেন, বন্যার্ত শিশুদের জন্য খেলনা সংগ্রহ থেকে বই, খাতা, রংপেনসিল, স্কুলব্যাগ, জুতা সংগ্রহ চলছে। নওশাবা বলেন, এই আয়োজনের উদ্দেশ্যই হচ্ছে সহমর্মিতার সঙ্গে বন্যাদুর্গতদের পাশে থাকা।
নতুন কিংবা যত্নে থাকা অন্যের ব্যবহারযোগ্য যেকোনো পুরনো খেলনাসামগ্রীও তুলে দিতে পারেন আমাদের এই আয়োজনে। শুক্রবার ও শনিবার এই দুই দিন উপহার হিসেবে সংগ্রহ করব। নওশাবা জানান, সরাসরি এসে জমা দেওয়া যাবে বাসা নম্বর-৪৩৫, রোড-২, বায়তুল আমান হাউজিং, আদাবর, শ্যামলীতে। (আদাবর থানার পাশের রাস্তা) যেকোনো প্রয়োজনে : ০১৭৯৮৬২৫২০৯, ০১৭২৫০২৮৫১৭ এই নাম্বারে ফোন করা যাবে।