বন্যাদুর্গতদের সহায়তা ৪০ লাখ ডলার দেবে জাতিসংঘ

6

দেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড থেকে ৪০ লাখ মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, জাতিসংঘের ভারপ্রাপ্ত জরুরি ত্রাণ সমন্বয়কারী জয়েস মাসুয়া বাংলাদেশে ক্ষতিগ্রস্ত প্রায় ৬০ লাখ মানুষকে বন্যা মোকাবিলায় এই অর্থ বরাদ্দ করেছেন।
জানা গেছে, প্রায় ১৭ লাখ শিক্ষার্থী বন্যায় প্রভাবিত হয়েছে। বন্যায় প্রাণিসম্পদ ও মৎস্য খাতে আনুমানিক ১৫৬ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।
স্টিফেন ডুজারিক বলেন, আমরা আমাদের মানবিক অংশীদারদের সঙ্গে মিলে সরকারের নেতৃত্বে বন্যা মোকাবিলায় সহায়তা করছি। আমরা এই বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্বল মানুষ এবং গোষ্ঠীগুলোকে সহায়তা করার জন্য স্থানীয় প্রচেষ্টায়ও সহায়তা করছি।
ঘূর্ণিঝড় রেমাল এবং চলমান বিধ্বংসী আকস্মিক বন্যাসহ এ বছর বাংলাদেশ চারটি বড় জলবায়ু সম্পর্কিত দুর্যোগের কবলে পড়েছে। এর ফলে দেশের প্রায় ৩০ শতাংশ এলাকাজুড়ে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।