বন্যাদুর্গতদের সহযোগিতায় সিজেকেএস কাউন্সিলর ও সংগঠকদের উদ্যোগ

4

স্পোর্টস ডেস্ক

দেশের প্রলয়ংকরী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতার উদ্যোগ নিয়েছে সিজেকেএস কাউন্সিলর ও ক্রীড়া সংগঠকরা। তহবিল সংগ্রহ করার লক্ষ্যে সিজেকেএস কাউন্সিলর ও ক্রীড়া সংগঠকদের এক মতবিনিময় সভা ২৯ আগষ্ট বৃহস্পতিবার রাতে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া সংগঠক সরওয়ার আলম চৌধুরী মনির সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হাফিজুর রহমান, শহিদুল ইসলাম, আক্তার পারভেজ, আবুল হাসেম, মোহাং শাহাজাহান, শর্মিষ্টা রায়, জি এম হাসান, মফিজুর রহমান পাপ্পু, তাজুল ইসলাম, মোহাম্মদ সাদমান প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর মো. আকতারুজ্জামান, মুজিবুর রহমান, সাইফুল্লাহ্ চৌধুরী, হারুন অর রশিদ, প্রবীণ কুমার ঘোষ, জসিমুল হুদা, প্রসেনজিত দত্ত রাজু, মো. মামুন, এ এস এম সাইফুদ্দীন চৌধুরী, ফারুখ আহমেদ, শওকত হোসাইন, রায়হান উদ্দীন রুবেল, তানভীর হাসান, মকসুদুর রহমান বুলবুল, কল্লোল দাশ, কাজী জসিম উদ্দিনসহ বিপুল সংখ্যক সিজেকেএস কাউন্সিলর, ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড় উপস্থিত ছিলেন। সভায় সিজেকেএস কাউন্সিলর, মুক্তিযোদ্ধা ক্রিকেট কমিটির চেয়ারম্যান, পিএইচপি ফ্যামিলির পরিচালক আকতার পারভেজ হিরো এক লক্ষ টাকা তুলে দেন আয়োজকদের হাতে।
সভায় আগামী ৭ সেপ্টেম্বর এর মধ্যে সিজেকেএস কাউন্সিলর, ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের কাছ থেকে সহযোগিতা ফান্ড সংগ্রহ করে সেই অর্থ চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতির মাধ্যমে তা বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে বিতরণের সিদ্ধান্ত গ্রহন করা হয়।