বন্যাদুর্গতদের মাঝে রাহবারে বায়তুশ শরফের ত্রাণ তৎপরতা

5

বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর উদ্যোগে এবং আনজুমনে নওজোয়ানের তত্বাবধানে চট্টগ্রামের ফটিকছড়ি, ভূজপুর, রাঙ্গামাটির লংগদু, মাইনিমুখ, ফেনী জেলার ছাগলনাইয়া, মহিপাল, সোনাগাজী, নোয়াখালী ও কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় ব্যাপক ত্রাণ তৎপরতা চালানো হয়। তারই অংশ হিসেবে ৩০ আগস্ট বিকেল তিনটায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী কাটরা মিয়া বাড়ি সংলগ্ন শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট আরবীণা সেন্টারে আশ্রিত বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন রাহবারে বায়তুশ শরফ ও বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর সভাপতি আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মজিআ)। পথিমধ্যে তিনি মহিপাল মসজিদ বায়তুশ শরফে জুমার নামাজ আদায় করেন এবং স্থানীয় মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। রাহবারে বায়তুশ শরফের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন বায়তুশ শরফ আন্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক শফিউর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মিয়া মোহাম্মদ আব্দুর রহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ, আনজুমনে নওজোয়ান বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা এসএম সাজ্জাদ হোসাইন, সভাপতি কাজী মাওলানা মুহাম্মদ আবদুল হান্নান জিলানী, সাধারণ সম্পাদক দিদারুল আলম, সমাজসেবক শাহাদাত হোসেন, মোহাম্মদ তুহিন সাহেব, শাহ আলম, রাহবারে বায়তুশ শরফ এর ব্যক্তিগত সহকারী মাওলানা শাহাব উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম কুতুবী, আনজুমনে নওজোয়ানের মোহাম্মদ রুকুন উদ্দিন, মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম, শাহজাদা হাফেজ আব্দুল্লাহ আল হাসানসহ আনজুমনে নওজোয়ানের বিভিন্ন শাখার সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি