বন্দর চ্যানেলে আটকা জাহাজ সরানো হল

4

নিজস্ব প্রতিবেদক

বহির্নোঙর থেকে চট্টগ্রাম বন্দরের মূল জেটিতে যাওয়ার পথে বন্দর চ্যানেলে আটকে পড়া জাহাজটি সরানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে জাহাজটি বন্দর চ্যানেল থেকে সরানো হয়।
এর আগে দুপুরের দিকে চট্টগ্রাম বোট ক্লাবের কাছে কর্ণফুলী চ্যানেলে ‘শি জি ফেং’ নামে চীনের পতাকাবাহী জাহাজটি আটকে যায়।
জানা যায়, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বন্দরের জেটির ক্ষয়ক্ষতি এড়াতে ১৯টি জাহাজকে গভীর সমুদ্র পাঠানো হয়েছে, এর মধ্যে ‘শি জি ফেং’ একটি। জাহাজটি গত ২০ মে ২৫ হাজার টন স্টিলের কয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছিল। বন্দরে ২০ হাজার টন খালাসের পর ঘূর্ণিঝড়ের কারণে বাকি পণ্য নিয়েই জেটি ছেড়ে গভীর সমুদ্রে যেতে হয়েছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে গতকাল সকাল থেকে জেটিতে জাহাজ ভিড়ানোর কার্যক্রম শুরু হয়। ওইদিন দুপুরের দিকে চট্টগ্রাম বোট ক্লাবের কাছে কর্ণফুলী চ্যানেলে প্রবেশের পর দুর্ঘটনার কবলে পড়ে ‘শি জি ফেং’ নামের চীনের পতাকাবাহী জাহাজটি আটকে যায়। এরপর বিকাল ৪টার দিকে জাহাজটি বন্দর চ্যানেল থেকে সরানো হয়েছে। জাহাজটি সরাতে কাজ করেছে বন্দর কর্তৃপক্ষের চারটি টাগ বোট কান্ডারি-৩, ৪, ৭ ও ১০।
জাহাজটির স্থানীয় এজেন্ট ট্রাস্ট শিপিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন খান জানান, বেলা ১টার দিকে বোট ক্লাবের কাছাকাছি জাহাজটি আটকে যায়। এর ফলে বন্দরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হয়নি। পরে বিকাল ৪টার দিকে জাহাজটি বন্দর চ্যানেল থেকে সরানো হয়।
তিনি জানান, ঘূর্ণিঝড়ের কারণে বন্দরের জেটি থেকে ১৯টি জাহাজ গভীর সমুদ্রে পাঠানো হয়, এর মধ্যে ‘শি জি ফেং’ জাহাজটি ছিল। ‘জাহাজটি ২৫ হাজার টন স্টিলের কয়েল নিয়ে এসেছিল। বন্দরে ২০ হাজার টন খালাসের পর ঘূর্ণিঝড়ের কারণে অবশিষ্ট পণ্য খালাস হয়নি।