বন্দরে ক্রেনের নিচে চাপা পড়ে হেলপার নিহত

4

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এলাকায় কন্টেইনার হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট রাবার টায়ার গ্যান্ট্রিক্রেনের (আরটিজি) নিচে চাপা পড়ে এক ট্রেইলার হেলপার নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৩০ মে) বিকেল ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কর্মচারির নাম মো. আনিস (২৩)। তার বাড়ি কর্ণফুলী থানা এলাকায়। এই বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, আহত অবস্থায় একজনকে বন্দরের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, কন্টেইনার হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট এলাকায় সাধারণত মানুষ যাওয়ার কথা নয়। কি কারণে আরটিজির পথে গিয়ে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।