বড়ইছড়ি-ঘাগড়া সড়কে যান চলাচল শুরু

2

কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাই উপজেলার বড়ইছড়ি-ঘাগড়া সড়কটি মেরামত শেষে যান চলাচল পুনরায় শুরু হয়েছে। গতকাল সোমবার ভোর থেকে যানবাহন চলাচলের জন্য সড়কটি খুলে দেওয়া হয়। এর আগে গত রবিবার ভারী বর্ষণে সড়কের মাটি ধসে কাপ্তাইয়ের বড়ইছড়ি- ঘাগড়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সড়কের মেরামত কাজ শুরু করে। রবিবার সকাল থেকে রাত পর্যন্ত সড়ক বিভাগের কর্মীরা কাজ চালিয়ে রাত প্রায় ৯ টার দিকে সড়কটি যাতায়াতের জন্য উপযোগী করে তোলে। বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, যেহেতু কাপ্তাইয়ের বড়ইছড়ি-ঘাগড়া সড়কটি অন্যতম প্রধান একটি সড়ক। রাঙামাটি-রাজস্থলী এবং বান্দরবান যাতায়াতের একমাত্র সড়কটি বন্ধ থাকায় মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়। তাই রবিবার সকাল থেকে রাত পর্যন্ত কাজ শেষ করে দ্রæত সময়ে সড়কটি চলাচলের উপযোগী করে তোলা হয়েছে। বর্ষা মৌসুম হওয়ায় ভারী বৃষ্টিপাতের কারণে সড়ক মেরামত কাজে আমাদের অনেক সমস্যা হয়েছে। আপাতত সড়কটি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে। বর্ষা মৌসুম শেষে সড়কটি আরও মজবুত ও টেকসই করতে কার্যক্রম গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, কাপ্তাইয়ের বড়ইছড়ি-ঘাগড়া প্রায় ২০ কিলোমিটারের সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন রাঙামাটি জেলায় যাতায়াত করে। এছাড়া রাঙামাটি জেলার সাথে বান্দরবানে যাতায়াত করার অন্যতম প্রধান সড়ক এটি। ফলে সড়কটি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছিল শত শত মানুষ। তাই দ্রæত সময়ে সড়কের মেরামত কাজ শেষ করে চালু হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।