বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার সভা

6

বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির এক জরুরি সভা ২৫ মে শনিবার বিকাল ৫টায় নগরের আগ্রাবাদস্থ একটি রেস্টুরেন্টে সংগঠনের যুগ্ম আহব্বায়ক মো. হাবিবুল্লাহ চৌধুরী ভাস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে এম ওসমান গণি। বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহব্বায়ক মোহাম্মদ ফোরকান, সৈয়দ মোহাম্মদ মোজাম্মেল হক মিলন, মো. শাহ আলম সিকদার। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ প্রতিষ্ঠায় এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে অতন্দ্র প্রহরী ও ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য স ম জিয়াউর রহমান, মো. আসাদুজ্জামান চৌধুরী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, তামান্না জাহান, ফারুক মাহমুদ, মিনা নাথ ধর, সুধীর রঞ্জন শীল, মো. জসিম উদ্দিন, এস এম মহিউদ্দিন, মো. মুসলিম উদ্দিন, মোহাম্মদ রাশেদ, কহিনুর আক্তার কাজল, আলহাজ্ব মো. আবছারুল হক, মোহাম্মদ আরিফুল আকবর, শেখ জালাল উদ্দীন, মো. কবির হোসেন, মো. ইমরান হোসেন, মোহাম্মদ ফেরদৌস, রোজিনা আক্তার, ফারুক আহমেদ নাসির, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ শেখ শফি, বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন।