বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

2

বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ২৪ মে চট্টগ্রাম প্রেসক্লাব এস.রহমান হলে ‘জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন : এগিয়ে যাওয়া বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা সংগঠনের সভাপতি অধ্যাপিকা বেগম সৈয়দা তাহেরা’র সভাপতিত্বে ও প্রফেসর ড. সুমন গাঙ্গুলির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় আলোচক ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুচ, প্রফেসর ড. বেনু কুমার দে, সংগঠনের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটির ডা. মু. আইয়ুবুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ সহিদ উল্লাহ, প্রফেসর ড. আনন্দ বিকাশ চাকমা।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এর মধ্য দিয়ে অশ্রæসিক্ত জন্মভূমিতে সংকট জয়ের বীজ রোপিত হয়। মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণে দৃঢ় প্রত্যয়ে অগ্নিশপথে উদ্ভাসিত হয়েছিল বাঙালি জাতি। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে শেখ হাসিনার নিরবচ্ছিন্ন দীর্ঘ সংগ্রাম শুরু হয়। দীর্ঘ ১৬ বছর ধরে সামরিক জান্তা ও স্বৈরশাসনের বিরুদ্ধে চলে অকুতোভয় সংগ্রাম। জেল-জুলম, অত্যাচার কোনো কিছুই তাকে পথ থেকে টলাতে পারেনি একবিন্দু। শত প্রতিকূলতাতেও হতোদ্যম হননি কখনো। বাংলার মানুষের হারিয়ে যাওয়া অধিকার পুনরুদ্ধার করতে জীবনের ঝুঁকি নিয়ে তিনি বারবার স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করেছেন। আবির্ভূত হয়েছেন গণতন্ত্রের মানসকন্যা রূপে। কবির ভাষায়- ‘মৃত্যুকে উপেক্ষা করে মহান পিতার স্বপ্ন বুকে/নিরন্তর যিনি আজ এ জাতির মুক্তির দিশারি/ঘূর্ণিঝড়ে হালভাঙা নৌকাখানি শক্ত হাতে বৈঠা ধরে টেনে/অসীম মমতা দিয়ে পৌঁছুচ্ছেন আমাদের স্বপ্নের মঞ্জিলে।’ বিজ্ঞপ্তি