বঙ্গবন্ধু টানেলে যান চলাচল বন্ধ ঘোষণা

5

আনোয়ারা প্রতিনিধি

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল রবিবার সন্ধ্য থেকে বঙ্গবন্ধু টানেলে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। টানেলের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু টানেল প্রকল্পের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) মো. তানভীর রিফ জানান, ঘূর্ণিঝড় রেমালের কারণে বঙ্গবন্ধু টানেলে গতকাল রবিবার সন্ধ্যা ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখার নিদের্শনা রয়েছে।