বংশী’র পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান আজ

6

বংশী শিল্পকলা একাডেমি শিক্ষার্থীদের বর্ষ সমাপনী পরীক্ষা-২০২৩ এর সনদপত্র, পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সংগীতানুষ্ঠান আজ ২৬ মে রবিবার বিকাল ৪টায় থিয়েটার ইনষ্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) তে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার-ভাষা ও সাহিত্যে একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. হরিশংকর জলদাস, অধ্যক্ষ (প্রাক্তন), সরকারি সিটি কলেজ। সংবর্ধেয় অতিথি থাকবেন সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. জিনবোধি মহাস্থবির, প্রাক্তন চেয়ারম্যান, পালি বিভাগ, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব মফিজুর রহমান, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সীমা বাড়ৈ, প্রধান শিক্ষক, ওয়াই ডব্লিও সি এ প্রাইমারি ও জুনিয়র গার্লস স্কুল এবং সভাপতিত্ব করবেন বংশী শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক দীপংকর দেবনাথ। এতে সর্বস্তরের সংস্কৃতিসেবীসহ সকলকে উপস্থিত থাকতে একাডেমির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি