ফ্রেঞ্চ কাপে পিএসজি, পোকাল কাপে লেভারকুসেন চ্যাম্পিয়ন

1

স্পোর্টস ডেস্ক

ঘরোয়া ডাবল জিতেই মৌসুম শেষ করল পিএসজি ও বায়ার লেভারকুসেন। ফ্রেঞ্চ কাপে লিওকে ২-১ গোলে হারিয়ে কিলিয়ান এমবাপ্পেকে বিদায় দিল পিএসজি। অন্যদিকে অপরাজিত থেকে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হওয়া লেভারকুসেন ডিএফবি পোকাল কাপে ১-০ গোলে হারিয়েছে কাইজারস্থার্নকে। ৩১ বছর পর এই শিরোপার স্বাদ পেল তারা। স্তাদে পিয়ের মাউরোয়ের বাইরে ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে সংঘর্ষে জড়িয়ে পড়েন পিএসজি ও লিওর সমর্থকরা। পুলিশ দ্রæত তা নিয়ন্ত্রণে আনলে নির্ধারিত সময়েই শুরু হয় ম্যাচ। ফ্রেঞ্চ কাপে এটি পিএসজির রেকর্ড ১৫তম ও তিন বছর পর প্রথম শিরোপা। ফরাসি ক্লাবটির জার্সি গায়ে এটাই ছিল এমবাপ্পের শেষ ম্যাচ।