ফিফার টেকনিক্যাল সেন্টার বিকল্প জায়গা খুঁজছে বাফুফে

2

ফিফার অর্থায়নে টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য কক্সবাজারের নির্ধারিত জায়গা বরাদ্দ বাতিল হওয়ায় বিকল্প খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০২২ সালের জুলাইয়ে কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং মৌজায় ২০ একর জায়গা বাফুফের অনুকুলে হস্তান্তর করেছিল কক্সবাজার দক্ষিণ বনবিভাগ। কিছুদিন আগে জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়ে দিয়েছে ওই জায়গায় টেকনিক্যাল সেন্টার নির্মাণ করা যাবে না। কারণ, ওই জায়গা ‘সংরক্ষিত বনাঞ্চল’ মর্মে বিভিন্ন অংশীজন থেকে অবহিত করা হয়েছে। আপত্তিও জানিয়েছিল অংশীজনরা। তার প্রেক্ষিতেই জাতীয় ক্রীড়া পরিষদ খুনিয়াপালং মৌজার জায়গার পরিবর্তে কক্সবাজারেই বিকল্প জায়গার কথা বলেছে টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য। নতুন জায়গাটি একই উপজেলার রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া মৌজায়। এখানে জায়গার পরিমান ১৯.১ একর। দীর্ঘদিন ধরে এই জায়গা পরিত্যক্ত অবস্থায় আছে।