ফল ঘোষণার আগেই জয় উদযাপনের প্রস্তুতি বিজেপির

5

পূর্বদেশ ডেস্ক

ভারতে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ গত শনিবার সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার ফল ঘোষণা করা হবে। ভারতে সাত দফার লোকসভা নির্বাচনে ৬৪ কোটি ২০ লাখ মানুষ ভোট দিয়েছেন। খবর ডয়চে ভেলের।
দেশটির মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, ভোটদাতার সংখ্যার দিক থেকে এটা একটা বিশ্ব রেকর্ড। বিশ্বের কোনো দেশে কখনো এত বেশি মানুষ ভোট দেননি। যে ৬৪ কোটি ২০ লাখ মানুষ ভোট দিয়েছেন, তার মধ্যে ৩১ কোটি ২০ লাখ নারী।
রাজীব কুমার বলেন, এবার পুনর্নির্বাচন বেশি হয়নি। মাত্র ৩৯টি জায়গায় পুনর্নির্বাচন হয়েছে। এর মধ্যে ২৫টি হয়েছে অরুণাচল ও মণিপুরে। বাকি দেশে ১৫টি জায়গায় পুনর্নির্বাচন হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে তিনি দাবি করেছেন।
মুখ্য নির্বাচন কমিশনারের দাবি, ভোটগণনার কাজেও সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে। রোববার বেশ কয়েকটি দলের প্রতিনিধি কমিশনের সঙ্গে দেখা করে কিছু দাবি জানিয়েছিলেন। সবগুলি মেনে নেওয়া হয়েছে।
ভারতের এই নির্বাচনে দেড় কোটি নির্বাচন ও নিরাপত্তা কর্মী কাজ করেছেন। ১৩৫টি বিশেষ ট্রেন চালানো হয়েছে। এছাড়া এক হাজার ৬৯২ বার হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। রাজনৈতিক দলের নেতারা যে হেলিকপ্টারে ঘুরেছেন, সেগুলিও পরীক্ষা করে দেখেছেন নিরাপত্তারক্ষীরা।
রাজীব কুমার বলেন, জম্মু ও কাশ্মীর ও মণিপুর আমাদের আশান্বিত করেছে। সেখানে প্রচুর মানুষ ভোট দিয়েছেন। জম্মু ও কাশ্মীরে আমরা বিধানসভা ভোটের কাজ খুব তাড়াতাড়ি শুরু করব।
রাজীব কুমার জানান, দেশে ১০ লক্ষ ৫০ হাজারের বেশি বুথ রয়েছে। ৩০ থেকে ৩৫ লক্ষ পোলিং এজেন্ট সেখানে থাকবেন।নজরদারি রাখার জন্য দল থাকবে। যারা গণনা করবেন তারা থাকবেন। সিসিটিভি ক্যামেরা থাকবে। মানুষের ভুল হলেও হতে পারে। ভোটগণনায় কারচুপির সম্ভাবনা বিন্দুমাত্র নেই। বিভিন্ন দল ভোটগণনা নিয়ে যে দাবি করেছিলেন, সব মেনে নেওয়া হয়েছে।
তিনি বলেছেন, প্রতিবারের মতো এবারেও পোস্টাল ব্যালট প্রথমে গণনা করা হবে। তারপর ইভিএমের গণনা হবে।
এদিকে সব বুথ ফেরত জরিপই ইঙ্গিত দিচ্ছে তৃতীয়বার ক্ষমতায় ফিরতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এ আভাসেই ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজধানী দিল্লিসহ অন্যান্য স্থানে বিজয় উদযাপনের প্রস্তুতি শুরু করে দিয়েছে।
ওদিকে, ভোটের ফল প্রকাশের আগে দিয়ে লেখা এক খোলা চিঠিতে মোদি গোটা লোকসভা ভোটের প্রচারের অনুভ‚তি দেশবাসীর কাছে প্রকাশ করেছেন। কন্যাকুমারীতে ধ্যান শেষে দিল্লি ফেরার পথে বিমানে বসে তিনি দেশবাসীকে এই চিঠি লেখেন।
এ বার্তায় মোদি তার সরকারের সাফল্যের কথা ফের একবার তুলে ধরেছেন এবং আগামী দিনের ভারতের জন্য নতুন কী সংকল্প নেওয়ার কথা ভাবছেন, তাও জানিয়েছেন।
ভারতের সাত দফার লোকসভা নির্বাচন গত ১৯ এপ্রিল শুরু হয়। শেষ হয় গত ১ জুন। ভোটের ফল প্রকাশ হবে আজ।
ভোট শেষের দিন সন্ধ্যাতেই বিভিন্ন সংস্থা বুথ ফেরত জরিপের ফল ঘোষণা করে। একাধিক সংস্থা জানায় দিল্লির মসনদে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে এনডিএ জোট। জয়ের হ্যাটট্রিক হতে পারে।
ভোট গণনায় এই পূর্বাভাস সত্য হলে, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পরপর তিনবার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড ছুঁয়ে ফেলবেন নরেন্দ্র মোদি। তাই ভোটের ফলের এমন পূর্বাভাসে স্বাভাবিকভাবেই উচ্ছ¡সিত ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
তাই ভারতজুড়ে বিজয়োৎসবের প্রস্তুতিও এখন তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল হওয়া ভিডিওতে হাজার হাজার লাড্ডু তৈরি হতে দেখা গেছে মুম্বাইয়ের এক মিষ্টির দোকানে। মোদি ক্ষমতায় এলেই মিষ্টিমুখ করানোর প্রস্তুতি চলছে সেখানে।
আর কেবল তাই নয়, মেগা ইভেন্টেরও প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। এনডিটিভি জানায়, মোদির শপথ অনুষ্ঠানের পর দিল্লির কয়েকটি স্থানে বিজেপি জয় উদযাপন করতে পারে। এর মধ্যে আছে রামলীলা ময়দান, লাল কেল্লা, ভারত মন্ডপম, যশোভ‚মি, কর্তব্যপথ।
তাছাড়া, দিল্লিতে রোড শোও করতে পারে বিজেপি। আর সেই রোড শো করতে পারেন খোদ নরেন্দ্র মোদি। লোককল্যাণ মার্গ থেকে বিজেপি সদর দফতর পর্যন্ত হতে পারে রোড শো।