ফটিকছড়িতে প্রতীক বরাদ্দ ২ মে ১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

19

ফটিকছড়ি প্রতিনিধি

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা অনুযায়ী ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের নির্বাচন আগামী ২১মে অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার, ৩০এপ্রিল ছিল মনোনয়ন প্রত্র প্রত্যাহারের শেষ দিন ।
এ দিনে ফটিকছড়িতে এক ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। প্রত্যাহারের বিষয়ে রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসানের বরাত দিয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ২ মে দুই চেয়ারম্যান প্রার্থী, ৪ ভাইস চেয়ারম্যান প্রার্থী, ২ নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৮ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা প্রচারণা শুরু করবেন। প্রার্থীরা হলেন- চেয়ারম্যান পদে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দীন মুহুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মু. বখতেয়ার সাঈদ ইরান।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছালামত উল্লাহ চৌধুরী, সাংবাদিক সৈয়দ জাহেদউল্লাহ কুরাইশী, ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন, ফটিকছড়ি পৌরসভা সাবেক কাউন্সিলর মো. নাজিম উদ্দীন সিদ্দিকী, নারী ভাইস চেয়ারম্যান পদে উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জেবুন নাহার (মুক্তা), মহিলা আওয়ামী লীগ নেত্রী শারমীন আকতার নুপুর।