ফটিকছড়িতে কাল বৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষতি

4

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে কাল বৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বহু কাঁচা ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুৎতের খুঁটি ভেঙে গেছে। ব্যাপক ক্ষতি হয়েছে পাকা ধানক্ষেতের। গতকাল সোমবার দুপুর ২ট ১০ মিনিটে শুরু হওয়া এ কাল বৈশাখীর তাÐব চলে প্রায় দেড়ঘণ্টাব্যাপী। এসময় বিকট শব্দে বজ্রপাত হয়। এতে গাছপালা ভেঙে সড়কের উপর পড়ায় অনেক সড়ক যোগাযোগ বন্ধ হয় যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ভেঙে যাওয়া গাছ অন্যত্র সরানো হলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। নাজিরহাট পৌরসভার চুরখারহাট বাজারে তিনশত বছরের বটগাছ ভেঙে পড়ে দোকানপাটের ব্যাপক ক্ষতি হয়। এছাড়া অনেক এলাকায় শত শত গাছপালা ভেঙে পড়ায় বিদ্যুৎসংযাগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচ পুকুরিয়া গ্রামে বিদ্যুতের খুঁটি ভেঙে ট্রান্সফরমারসহ তার নিচে মাটিতে পড়ে যায়। এছাড়া গ্রামীণ এলাকায় ব্যাপক কাঁচাঘর ভেঙে গেছে।
উপজলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা জানান, কাল বৈশাখীর দমকা-হাওয়ায় গ্রামীণ এলাকার গাছপালা ভেঙে সড়ক চলাচল বন্ধ হয় পড়ে। তখন এলাকায় মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়। পরে স্থানীয়রা ভেঙে পড়া গাছ সরানো হলে যোগাযোগ স্বাভাবিক হয়। পাশাপাশি বিভিন্ন জায়গায় গাছপালা ভেঙে বিদ্যুতের তারের ওপর ঝুলে আছে। ধানক্ষেতেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, উপজেলার বেশ কিছু গ্রামে বাতাসে ঘরবাড়ির টিনের চালা উড়ে গেছে। অনেক স্কুলের টিন উড়ে গেছে বলে খবর পেয়েছি। ধানক্ষেতেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন সড়ক-উপসড়ক ও ঘরবাড়ির ওপর গাছপালা ভেঙে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্য পিআইও কর্মকর্তাকে বলা হয়েছে। উপজেলার পাহাড়ধসের কোন খবর পাওয়া যায়নি।
এদিকে গতকাল রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সমগ্র ফটিকছড়িতে বিদ্যুৎ সরবারহ বন্ধ রয়েছে। ফলে উপজেলায় বিদ্যুৎবিহীন অন্ধকারে রয়েছে।