ফটিকছড়ির নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

8

ফটিকছড়ি উপজেলা পরিষদের নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দীনকে গতকাল বৃহস্পতিবার ফুলেল শুভেচ্ছা জানান ফটিকছড়ি পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ।
এসময় রফিকুল আলম চৌধুরী, আলা উদ্দীন আল রাকিব, হেলাল উদ্দীন, জহির উদ্দীন বাবর, এহসানুল করিম, ফিরোজা বেগম, রেকেয়া বেগম ও সেলিনা আকতার। পরে নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দীনের বাসভবনে সকল কমিশনারগণ মত বিনিময় করেন। এ সময় তিনি নির্বাচনে সার্বিক সহযোগিতার জন্য নির্বাচিত পৌর পরিষদের সকলকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি
এলাকাবাসীর অভিনন্দন: ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের প্রার্থী নাজিম উদ্দীন মুহুরী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তার সর্মথক-কর্মী ও এলাকাবাসীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। ২১ মে নির্বাচনে বিজয় হবার পর থেকে তার নিজ গ্রামের বাড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটায় মোমেনা-আনোয়ার মুহুরী মঞ্জিলে গত দু’দিন আ.লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সর্মথক- কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দীন মুহুরী তাকে ভোট দিয়ে নির্বাচিত করায় সর্মথক-কর্মী ও ফটিকছড়িবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান । তিনি স্মার্ট ফটিকছড়ি বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন।
ফুলেল শুভেচ্ছাকালে নাজিম উদ্দীন মুহুরীর পরিবারের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক লেলাং ইউপি চেয়ারম্যান কুতুব উদ্দীন মুহুরী, ফটিকছড়ি ডক্টর’স এসোসিয়েশন’র আহবায়ক ডা. জয়নাল আবেদীন মুহুরী, লেলাং ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন মুহুরী, এডভোকেট পাপড়ী সুলতানা প্রমুখ। ফটিকছড়ি প্রতিনিধি