ফটিকছড়িতে চেয়ারম্যান প্রার্থীসহ দুইজনকে জরিমানা

3

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ২ চেয়ারম্যান প্রার্থী, ৪ ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ২ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। প্রচারণা চলাকালীন আচরণবিধি লঙ্গনের দায়ে গত ১২ মে ফটিকছড়ি উপজেলার আজাদীবাজার এলাকায় চেয়ারম্যান প্রার্থী মু. বখতিয়ার সাইদ ইরানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন। এছাড়া একইদিন আচরণবিধি লঙ্গনের দায়ে এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন বলেন, প্রার্থী মু. বখতিয়ার সাঈদ এর প্রচারণা গাড়িতে একাধিক মাইক এবং ছবিযুক্ত টি শার্ট ব্যবহার করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। তাৎক্ষণিক প্রার্থী অর্থদন্ড আদায় করেন। এছাড়া আচরণবিধি লঙ্গনের দায়ে এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভাইকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। তাৎক্ষণিক তিনি আদায় করেছেন বলে জানান।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট চলমান থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন জানান।