প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন কাল

10

নিজস্ব প্রতিবেদক

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের প্রচারণা শেষ হয়েছে। আগামীকাল ভোটগ্রহণ। প্রথম ধাপে চট্টগ্রামের মিরসরাই, সীতাকুন্ড ও সন্দ্বীপ উপজেলায় ২৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আট জন। সন্দ্বীপে আগেরদিন এবং মিরসরাই ও সীতাকুন্ডে ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পে্যঁছবে। তিন উপজেলায় ভোটার ৯ লক্ষ ৪২ হাজার ১৭৩ জন। ২৯০ ভোটকেন্দ্রের এক হাজার ৯৫৮ কক্ষে ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণে ছয় হাজার ১৬৪ জন কর্মকর্তা নিয়োজিত থাকবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও তিন উপজেলায় তিনজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৪৪ পৌরসভা ও ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক পূর্বদেশকে বলেন, ‘মধ্যরাতেই (গতকাল) প্রচারণা শেষ হয়েছে। আজ থেকে সকল ধরনের প্রচার প্রচারণা বন্ধ। সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি।’
নির্বাচন অফিস সূত্র জানায়, মিরসরাইয়ে উপজেলা চেয়ারম্যান পদে উত্তম কুমার শর্মা (দোয়াত কলম), ফেরদৌস হোসেন আরিফ (আনারস), মোহাম্মদ মোস্তফা (মোটর সাইকেল), মোহাম্মদ এনায়েত হোসেন (কাপ পিরিচ), শেখ মোহাম্মদ আতাউর রহমান (ঘোড়া), ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ সাইফুল আলম (তালা), মোহাম্মদ সেলিম (টিয়া পাখি), সাইফুল ইসলাম (চশমা), সালাহউদ্দিন আহমদ (টিউবওয়েল), মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইসমত আরা (কলস), উম্মে কুলসুম কলি (ফুটবল), বিবি কুলছুমা চম্পা (পদ্মফুল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ উপজেলায় ভোটার তিন লক্ষ ৭২ হাজার ২৫৭জন। পুরুষ ভোটার এক লক্ষ ৯২ হাজার ৭২০জন ও মহিলা ভোটার এক লক্ষ ৭৯ হাজার ৫৩৫জন। ভোটকেন্দ্র ১১৩টি ও কক্ষ ৭৩৩টি।
সীতাকুন্ডে উপজেলা চেয়ারম্যান পদে মহিউদ্দিন আহমেদ মঞ্জু (দোয়াত-কলম), মোহাম্মদ আরিফুল আলম চৌধুরী (আনারাস), ভাইস চেয়ারম্যান পদে গোলাম মহি উদ্দিন (উড়োজাহাজ), জালাল আহমেদ (টিউবওয়েল), মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা আক্তার (হাঁস), শাহীনুর আক্তার (পদ্মফুল), হামিদা আক্তার (ফুটবল)। এ উপজেলায় ভোটার তিন লক্ষ ২৪ হাজার ২৪০ জন। পুরুষ ভোটার এক লক্ষ ৭২ হাজার ৩৩জন ও মহিলা ভোটার এক লক্ষ ৫২ হাজার ২০৬জন। ৯২টি ভোটকেন্দ্রের ৭৫৯ কক্ষে ভোটগ্রহণ হবে।
সন্দ্বীপে উপজেলা চেয়ারম্যান পদে এসএম আনোয়ার হোসেন (আনারস), ফোরকান উদ্দিন আহমেদ (দোয়াত-কলম), মো. নাজিম উদ্দিন জামশেদ (মোটর সাইকেল), মোহাম্মদ মাঈন উদ্দীন (কাপ-পিরিচ), শেখ মোহাম্মদ জুয়েল (হেলিকপ্টার) মহিলা ভাইস চেয়ারম্যান নাহিদ তানমী (কলস), হালিমা বেগম (ফুটবল)। বিনা ভোটে নির্বাচিত হওয়ায় ভাইস চেয়ারম্যান পদে এ উপজেলা নির্বাচন হবে না। এ উপজেলায় দুই লক্ষ ৪৫ হাজার ৬৭৬ জন ভোটার। পুরুষ ভোটার এক লক্ষ ২৬ হাজার ৬৮৯জন, মহিলা ভোটার এক লক্ষ ১৮ হাজার ৯৮৫জন। ভোটকেন্দ্র ৮৫টি, কক্ষ ৪৬৬টি।