প্রকৃতি ও জীবনের সাথে নৃত্যের নিবিড় সম্পর্ক

4

সভ্যতারক্রম বিকাশের ধারায় সংস্কৃতি চর্চা অন্যতম। শিক্ষার পাশাপাশি জ্ঞান-বিজ্ঞানের সাথে শিশুদের মানসিক চেতনাকে বিকাশের নিমিত্তে সংস্কৃতি চর্চাকে গুরুত্ব প্রদান করতে হবে। শিশুর মানবিক ও নৈতিক দিক সমূহকে সমৃদ্ধ করার লক্ষ্যে সংস্কৃতি অপরিহার্য। সংস্কৃতির অন্যতম অঙ্গ হচ্ছে নৃত্য কলা। নৃত্য বিভিন্ন অঙ্গ-ভঙ্গির মাধ্যমে মানুষের মনের মধ্যে আনন্দ জাগিয়ে তোলে। তাই প্রকৃতি ও জীবনের নৃত্যের রয়েছে এক নিবিড় সম্পর্ক।
বিশ্ব নৃত্য দিবস উদযাপন উপলক্ষে সঙ্গীত পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বক্তাগণ উপরোক্ত বক্তব্য রাখেন। গতকাল ১ মে বিকেলে নন্দনকাননস্থ ফুলকী এ কে খান মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর মোস্তফা কামাল যাত্রা। পরিষদের সম্পাদক তাপস হোড়’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মূখ্য আলোচক ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর রীতা দত্ত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদ পরিচালনা কমিটির সদস্য সাজেদুল হক হাসান, অধ্যাপক দেবাশিস্ রুদ্র। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রিয়ম কৃষ্ণ দে। আলোচনা অনুষ্ঠান শেষে আনন্দধারা ‘‘বহিছে ভূবনে’’ শীর্ষক নৃত্যানুষ্ঠানে পরিষদের ছাত্র-ছাত্ররা অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত ও উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পরিষদের শিক্ষক শিক্ষিকা যথাক্রমে ত্বনী বড়–য়া, চন্দ্রিমা বিশ্বাস।