প্যারিসে ফাইনাল খেলতে ব্যর্থ ভারতীয় অ্যাথলেটের অবসর

2

স্পোর্টস ডেস্ক

প্যারিস অলিম্পিকে মেয়েদের ৫০ কেজি ওজন শ্রেণি রেস্টলিংয়ের ফাইনালে উঠেও সোনার পদকের লড়াই করতে পারেননি ভারতীয় অ্যাথলেট ভিনেশ ফোগট। ফাইনালে খেলতে না পারার আক্ষেপে রেস্টলিংকে বিদায় জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন তারকা অ্যাথলেট। এক্স হ্যান্ডলে ভিনেশ ফোগট লিখেছেন, ‘রেস্টলিং আমার বিপক্ষে আর ম্যাচ জিততে পারবে না। আমি হেরেছি, আপনাদের স্বপ্ন এবং আমার সাহস ভঙ্গ হয়েছে। এই মুহুর্তে আমার আর কোনো শক্তি নেই। বিদায় রেস্টলিং ২০০১-২০২৪। আমি চিরকালই আপনাদের কাছে ঋণী থাকবো।’ ভিনেশ ফাইনালে ওঠার পর ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিযোগী সারাহ হিলডেব্র্যান্ডের বিপক্ষে খেলার কথা ছিল। তবে ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় ইভেন্ট থেকে বাদ পড়ে যান। অলিম্পিক কর্তৃপক্ষ জানিয়েছিল, প্যারিস অলিম্পিকের এ ইভেন্টে মাত্র দুটি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। প্রথমটি স্বর্ণ এবং পরেরটি ব্রোঞ্জ। ভিনেশকে কোনো পদক ছাড়াই প্রতিযোগিতা শেষ করতে হচ্ছে।