পেকুয়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আবুল হাসেম

7

পেকুয়া প্রতিনিধি

পেকুয়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০০৪, ২০১৬, ২০১৮, ২০২২ সালে পেকুয়া উপজেলা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ ৫ম বারের মতো পেকুয়া উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হন।এ ছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০০৪ সালে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (বালিকা) নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৭ সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণে অংশ গ্রহণ করতে নিউজিল্যান্ডে গিয়েছিলেন। এদিকে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ খ্রি.স্কুল ও মাদ্রাসা যৌথ ২৭টি ইভেন্টে ১২টিতে প্রথমস্থান অধিকার করে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা গৌরবময় প্রথম স্থান অর্জন করেন।এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উলফাত জাহান চৌধুরী বলেন, উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বাছাই ক্ষেত্রে একটি নির্বাচিত কমিটি রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমিটির আহবায়ক। সোমবার জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উক্ত কমিটির আহŸায়কসহ সকল সদস্যদের সিদ্ধান্তক্রমে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আবুল হাসেমকে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়েছেন।