পেকুয়া থানা কম্পাউন্ডে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

4

পেকুয়া প্রতিনিধি

পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ব্লু- প্ল্যানেট ইনিশিয়েটিভ (বিপিআই), ওয়াটার কিপার্স বাংলাদেশ, মিশন গ্রিন বাংলাদেশ পেকুয়া শাখার আয়োজনে মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসাবে রোববার (১৪ জুলাই) পেকুয়া থানা কম্পাউন্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ৪র্থ দিনের এই বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেকুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াস।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া থানা ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য, উজানটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল করিম চৌধুরী, সমাজ সেবক শওকত ইসলাম চৌধুরী বাহাদুর, পরিবেশ কর্মী দেলওয়ার হোসাইন, নারী নেত্রী নুরুন নাহার নুরী।
পরে অতিথিরা পেকুয়া থানা আঙ্গিনায় ফলজ ও বনজ বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন। পেকুয়া থানার ওসি বলেন, নগরায়নের পাশাপাশি আরও বেশি সবুজায়ন করে পৃথিবীকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা করতে হবে। এসময় উপকূলীয় মুক্ত রোভার স্কাউটসের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।