পেকুয়ার টইটংয়ে কোপাকুপির ঘটনা ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

1

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া টইটংয়ে ২০১৬ সালের হোছাইন হত্যা মামলার জের ধরে গত ২০ জুন টইটং বাজারে হামলার ঘটনা ঘটেছে। ওই মামলার চার্জশিটভুক্ত আসামি মো. রুবেল হোসেনের নেতৃত্বে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী দল একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড কাছারি পাহাড় এলাকার মৃত একরাম মিয়ার ছেলে কবির হোসেনের(৫৫) উপর নারকীয় হামলা চালিয়েছে। অবিলম্বে হামলাকারী খুনিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীর পরিবার। বুধবার বিকাল ৫টায় নিজ ভুক্তভোগীর বসতবাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংঘটিত হামলার ঘটনায় করা মামলার বাদি ও আহত কবির হোসেনের পুত্রবধূ মর্জিনা আক্তার তামান্না। তামান্না তার বক্তব্যে বলেন, ২০ জুন রাত ৮টার সময় টইটংবাজারে শতশত মানুষের সামনে প্রকাশ্যে তথাকথিত হোছাইন হত্যা মামলার আলোচিত আসামি মো. রুবেল হোসেনের(২৫) নেতৃত্বে তার বাবা মুফিজুর রহমান(৫০), তার ছোট ভাই রকিবুল ইসলাম(২০) ও তার মা মাবিয়া বেগম(৪৫)সহ ৮/৯ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল আমার শ্বশুর কবির হোসেনকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে কুপিয়ে আহত করেন। ওই মামলার অভিযুক্ত প্রধান আসামি রুবেলের ছোট ভাই রকিবুল ইসলাম বয়স গোপন রেখে আদালতকে বিভ্রান্তি করে জামিনে এসে বাদির স্বামী মহি উদ্দিনকেও জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে দাবি করেন তামান্না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে, কবির হোসেনের ছেলে মহি উদ্দিন বলেন, আমাকে হত্যা করতে না ফেরে ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে প্রথমে রুবেল আমার বাবাকে কোপায়, তার বাবা মুফিজ ও তার ছোট ভাই রকিবুল ইসলাম আমার বাবার ডান হাতে কুপিয়ে হাত কেটে ফেলে। এখন আমার বাবা মৃতুর সাথে পাঞ্জা লড়ছে। আমি এই নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে বিচার চাই এবং প্রশাসনের কাছে আমার পরিবারের সার্বিক নিরাপত্তা চাই। সংবাদ সম্মেলনে প্রত্যক্ষদর্শীসহ অনেকে উপস্থিত ছিলেন ।