পেকুয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন

4

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় সারা দেশের ন্যায় ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেকুয়ার প্রতিনিধি ও ছাত্র-ছাত্রী সাধারণ শিক্ষার্থীরা।
ছাত্র-জনতার গণ আন্দোলনের তোপের মুখে আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পূর্তি উপলক্ষে এবং আন্দোলনে হতাহতদের স্মরণে ‘শহীদি মার্চ’ কর্মসূচির অংশ হিসেবে একটি র‌্যালি ও পথ সভা কওে পেকুয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর সকাল ১১ টায় পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপক‚লীয় কলেজ থেকে মাশরাফি ছরওয়ার হিরনের নেতৃত্বে র‌্যালিটি বের হয়ে পেকুয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী শহীদ ওয়াসিম চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়।
এতে মাশরাফি সরওয়ার হীরন বলেন, আজ ৫ সেপ্টেম্বর সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা পতনের একমাস পূর্ণ হল। সারাদেশে শত-শত ছাত্রদেরকে নির্মমভাবে হত্যা করে শেখ হাসিনা। তাদের এই রক্তের বিনিময়ে আমরা স্বৈরশাসককে পতন করে নতুনভাবে বাংলাদেশ স্বাধীন করেছি। আমরা এই শহীদি ভাইদের কখনো ভুলবনা।