পেকুয়ায় কহলখালী খাল পরিচ্ছন্নতা অভিযান শুরু

1

পেকুয়া প্রতিনিধি

পেকুয়া উপজেলা পরিষদ ও স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ সমন্বয়ে স্বেচ্ছায় কহলখালী খাল পরিচ্ছন্নতা কাজ শুরু করেছে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু। গতকাল ১৪ জুলাই সকালে উপজেলা পরিষদ হল রুমে পেকুয়ার সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিদের সাথে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্বেচ্ছায় অংশ নেয়া তরুণদের হাতে পরিচ্ছন্নতা সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু। পরে বিভিন্ন সংগঠনের অর্ধ শতাধিক তরুণ স্বেচ্ছাসেবক প্রবাহমান খাল ও খালের দুপাশে আবর্জনা এবং আগাছা কেটে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করে। পেকুয়ার পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ কহলখালী খাল পরিস্কার পরিচ্ছন্নতা ও সুন্দর পেকুয়া গড়তে এ অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু। এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মাহবুবুল করিম, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.এম. এমরান আহমেদ, সাধারণ সম্পাদক এম. দিদারুল করিম, সাংবাদিক সাজ্জদুল ইসলাম, এফ এম সুমন, পরিবেশ কর্মী দেলোওয়ার হোছাইন, আমিনুল ইসলাম বাহারসহ এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ রেডক্রিসেন্ট, যুব রেডক্রিসেন্ট, নূর আয়েশা খান ফাউন্ডেশন, ভারুয়াখালী আলোকিত পাঠশালা, স্কাউটস গ্রæপসহ বিভিন্ন সংগঠন কর্মসূচিতে অংশ গ্রহণ করে। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।