পূর্ণের জিপিএ-৫ অর্জনে পরিবারে চলছে উৎসব

3

রাউজান প্রতিনিধি

দারিদ্রের সঙ্গে লড়াই করেই এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন রাউজানের
সিএনজি অটোরিকশাচালকের সন্তান পূর্ণ বিশ্বাস। পেয়েছে জিপিএ-৫। তার এই অর্জনে শিক্ষা প্রতিষ্ঠান হযরত এয়াছিন নগর আদর্শ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও গ্রামে চলছে উৎসব। দারিদ্রতার কষাঘাতে জর্জরিত পূর্ণের পরিবারেও চলছে আনন্দোৎসব।
পূর্ণ বিশ্বাস রাউজানের ডাবুয়া ইউনিয়নের নোনা ঘোষের বাড়ির সিএনজি অটোরিকশাচালক প্রিয়তোষ বিশ্বাসের ছেলে। এবার হযরত এয়াছিন নগর আদর্শ বহুমূখী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে অংশ নেয় পূর্ণ বিশ্বাস।
পূর্ণ বিশ্বাস জানায়, ভালো ফলাফল করে মা-বাবার মুখে হাসি ফুটাতে পেরেছি, এটাই আমার পাওয়া। সামনে আরও ভালো কিছু করে বাবা-মাকে দেখাতে চাই।
হযরত এয়াছিন নগর আদর্শ বহুমূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন, ছেলেটি অত্যন্ত মেধাবী। যার কারনে এবারের এসএসসিতে সর্বোচ্চ পয়েন্ট জিপিএ-৫ অর্জন করেছে। আগামিতে তার লেখাপড়ায় যেন কোনো ধরনের বিঘœ না ঘটে, সে বিষয়ে আমরা খেয়াল রাখবো।